ক.


আয়নাতে আর তাকাতে পারছিনা
তোমার গাঢ় প্রতিবিম্বটা ভাসে চোখে
আমার ভূত হয়ে।
স্থির দৃষ্টিতে দেখি তোমার সশব্দের দৌড়,
তোমার গাঢ় নিঃশ্বাসের ওঠানামা টের পাই আমার শিথিল তর্জনীতে।


তোমার দূরন্ত হাসির বিজলী আমার বুকের  আকাশে ঝুম বৃষ্টি নামায়,  
তোমার শরীর লাবন্য বিষাক্ত অরণ্য হয়ে চেপে  ধরে আমার চেতনা কংকাল;
তোমার জলরঙা চুরির শব্দে ভাঙে আমার
হৃদয়ের অক্ষত দূর্গ।


খ.


আমি একপাশে পুষে রাখি বসন্ত, আরেক পাশে বাড়ে কাল বৈশাখ, বিষাক্ত ভ্রুন জাগ দিয়ে রাখি গৃহস্থ গোলা ঘরে।


জুয়ার গোলক ধাঁধায় উল্টে কেবল আমার গুটি। তোমার বিবর্ণ দেয়ালে লেখা দেখি আমার মৃত্যু।


পারছিনা আর পরাণে পাথর আটকিয়ে, বেদনার বদহজম যে বড় ভয়ানক!


০৩ নভেম্বর ২০২১