গাঢ় বেলি ফুলের গন্ধে মরে যেতে ইচ্ছে করে
পূর্ব জন্মের আশায়।
মনে পড়ে কৈশোরের প্রেম, নতুন যৌবনের স্রোত,
জীবন রসের আঁষটে গন্ধ,
জৈবিক পাশবিক স্বর্গীয় উন্মাদনা।
মনে পরে প্রকৃতির নয়া শ্যামল যৌবন রূপ
মনে পরে যুবতী জ্যোৎস্নার  উদম শরীর
মনে পরে নদীর জলে জ্যোৎস্নার নির্লজ্জ সঙ্গম,
মনে পরে বৃষ্টির জলে ধুয়ে যাওয়া রাতভর রমন।


হাওয়ায় হাওয়ায় কেমন নির্মল সুখ ভেসে বেড়ায়,
শুভ্র জ্যোৎস্না আর স্নিগ্ধ বেলীর মাতাল সৌরভে
মরে যায় সুন্দর সুখ আর প্রেমের প্রজাপতি, পুনর্জন্মে হয়ে যায় জোনাকি।


বৃষ্টি বেলীর জ্যোৎস্না আমার মৃত্যু হোক।
মনে রেখো পরজন্মে আমি জোনাকি হব।


১০ জুন ২০২১