যখন চাই বৃষ্টিটা জোরে নামুক তখন‌ই
থেমে যায়, নয়তো পিড়পিড় করে।
বৃষ্টির শুরুটা কেমন খাপছাড়া লাগে,
আস্তে আস্তে ছন্দ পায়, তখন বেশ আনন্দ হয়,
রোমাঞ্চ লাগে।
প্রেমের নৌকা বাওয়ার মতো ঝিরিঝিরি সুখ,
ইচ্ছে করে অনন্ত বর্ষা মাঝে সমস্ত ঝড়া ফুল
ভাসিয়ে দিয়ে আবার ভার্জিন বৃক্ষ হয়ে যাই।
বৃষ্টিতে ফুলেরা কেমন ভেজে,
ভাবতেই নেশা ধরে যায়।
উষ্ণ শরীরে ভেজা হাওয়ায় মাতাল হয়
ভেতরের পুরুষোত্তম।
রাতের আঁধারে বৃষ্টির ছায়াহীন শব্দ,
শীতল অনুভবে ছবি আঁকে
আমি একদিন প্রকৃতি ছিলাম।


১৬ জুন ২০২১