কান্নার জলকে আর কতকাল
মলম বানিয়ে মাখবো মরনের পোড়া
দাগটায়!
যার জন্য আনন্দ রাখি, আলো ধরি
সে বিরহের ছায়া হয়ে ডুব দেয় আঁধারে।


মিথ্যা রঙ মাখি, সুতো বুনাই তবুও
বর্ণীল বিষাদে ভরে হৃদয়ের নিঃসঙ্গ
বৈকুণ্ঠ।
যুদ্ধ বিমুখ মন হেরে যেতে যেতে
পড়ে নেয় ছলনার মুখোশ।


পরাজয় আমার‌ই থাক,
নিরুত্তর প্রশ্নে যে পারদ তার ভার বয়ে
বেড়ানো
মানুষের এক জীবনে হয় না!
মৃত্যুকে ভয় নেই, ভেতরে যে
পূণর্জন্মের লোভ।


২১.১২.২১