বিরহের সাথে বাস আমার না
আমার কবিতার, বিরহের সাথে তার
অনাদিকালের প্রেম, খুনসুটি, ঘর সংসার।
আমি কেবল অনুঘটক, কোন এক অকালে আমার সান্নিধ্যেই তাদের প্রথম মিলন,  
সেই থেকেই তাদের অবিচ্ছেদ সহবাস।


কবিতা আমার হলেও বিরহ আমার হয় না,
কাব্য ভালবাসি বলে বিরহের সাথে চলে আমার দফায় বিরোধ,
বিরহ বড় অভিমানী, কার‌ও প্রতি নেই তার
অমূলক অধিকার।
দিনশেষে কবিতার জয় হলেও বিজয়ী আসলে বিরহ, আর কবি চিরদিন পরাজিত।


২৪ অক্টোবর ২০