১.
পড়ন্ত বিকেলে প্রেমকেও ঝরা পাতা মনে হয়
কেউ বলে ওটা প্রেম ছিল না, ছিল মোহ!
আমারতো মনে হয় প্রেমেরও বার্ধক্য আছে
আচ্ছা মন কি নদীর মতো? তা না হলে
অনুভূতির কেন এত উথাল পাথাল,
এ অবয়বহীন অস্তিত্বে
কেবল কেন এত উজান ভাটা?
২.
জীবনকে কেউ বলে চলমান নদী
মানলাম সময়ের জলে জীবন নদী
অথবা সময়ের নদীতে জীবন নৌকা
কিন্তু পাড়ের ঠিকানা কে জানে!
এপাড় ওপাড় দুই পাড়ইতো মহাশূন্য
মাঝখানে কি শুধু মিথ্যা দৌড় ঝাপ?


১৪ জুন ১৮