জীবনের জল ছাপ দিয়ে আঁকি ঘর গাছ নদী
বাকি থেকে যায় চুম্বন সংসার ভালোবাসা বাসি,
একাকীত্বের হানিমুনে দূরে সরে যেতে থাকে
সব ফুল পাখি মেঘ।


আলোর দেয়ালে রং তুলি ভিজে ভিজে
অস্ত্র হয়ে যায়, বুকের খাঁচায়
মরে যেতে থাকে আঁধারের অভিসার।


জল বায়ুর জীবনে কাঁদা মাখা সময়ের ফটোকপিতে
কেবল বিরহের পূনর্মুদ্রন।


২১ মার্চ ২২