গণহত্যার লাশের সাথে নিজের আত্মহত্যার
লাশটাও উঠিয়ে দিই এক‌ই সাথে।
শামিল হ‌ই গনহত্যায়, এখন আত্মহত্যা ও
গণহত্যায় তেমন বিভেদ নেই।


সর্বশক্তিমান ঈশ্বররা সব দেশে সমান
শক্তিশালী না, যেমন বাংলাদেশে আল্লাহ
সর্বশক্তিমান, ইন্ডিয়াতে রাম, মায়ানমারে
বুদ্ধ আর ইসরায়েলে জিহোভা ।
এরকম দেশ ভেদে আসলে তাদের ভিন্ন
শক্তির প্রকাশ। এরা আবার সমান শক্তি রাখে
নাস্তিক দেশে, যেমন নেদারল্যান্ডস সুইডেন।
সেখানে এদের কারোরই আলাদা অধিক
পাওয়ার নেই।
এদের সবার‌ই অদৃশ্য শক্তি আবদ্ধ অবশ্য
বিধিবদ্ধ পান্ডুলিপিতে, তা আবার তাবত
মানুষের কাছে অচ্ছুত কিংবা নিষিদ্ধ
নির্দিষ্ট জনগোষ্ঠী ছাড়া।
সত্যিই সেলুকাস, এই বিচিত্র ধর্ম আর
বিচিত্র মানুষ! যেখানে মানুষের চেয়েও ধর্ম
মহান,পুস্তক উত্তম। অথচ মানুষের কল্যাণের
জন্যই নাকি নাজেল হয় ধর্ম।


পৃথিবীতে একমাত্র মানুষই নাকি ধর্মশীল
প্রাণী আর আশরাফুল মাখলুকাত। বস্তুত,
ধর্মের মূলে মোটেও নেই মানবতাবাদ,
দেখছি ধর্মের নামে হচ্ছে শুধু মানুষ বরবাদ।



১৪ অক্টোবর ২০২১