আমার বাস্তুভিটায় কাক তাড়ুয়া লাগিয়েছে কে?
সূর্যের সাথে শত্রুতা করে এখন আমি আঁধারের
নিষিদ্ধ চাষী।


উর্বর জমিনে কারা যেন বিছায় আগাছার বীজ।
আমি কামনার লাঙ্গলে ধার দিয়ে রেখেছি,
সুদে আসলে বুঝে নেব বেদনার ঋণ।


কারা আটকে রাখে আমার ভাবনার দেয়াল?
কারা যেন যুক্তি করে সরিয়ে দেয় আমার চেনাঘর
পাক্ষিক চাঁদ আর মায়াবী নদী।


অচল পাখির জীবনে ঘাস ফুল বুনি জানালায়।
মুখ বুজে সয়ে যাই বলে ধনুক ভাঙা তীর
কেবল আমার দিকেই ধেয়ে আসে।


নিজেকে নিজে ভুলতে ভুলতে হারিয়ে গেছে
আসল ছদ্মবেশ, এখন নকল রঙে মলিন
মুখোশের মমতা।


দুঃখের দরজা রাখতে নেই, দরজা খুললেই
দূষণ। বিশুদ্ধ দুঃখ থাকুক, সে সমসত্ব
মিশে যাবে হৃদয় দ্রবণে।


২৫ নভেম্বর ২০২১