গোলাপের পাপড়িতে বিষ দেখে পালিয়েছে
শৈশব, জান্হবীর শরীরের গন্ধে  অস্বস্তি ছিল আকৈশর


হঠাৎ মাঝরাতে ভেজা বিছানায় নিজের প্রত্যাবর্তন
স্বপ্ন ভঙ্গ, মহাবিশ্বে আত্ম অস্তিত্বের অভ্যুদয়
নাভিশ্বাস তোলা যুবক কৃষক
খুঁজে ফেরে মল্লিকার ওষ্ঠ কামর
মাৎষর্যে মরে যাচ্ছে গাঁকিশোরী


এরপর যুদ্ধ প্রথম দ্বিতীয় বা তৃতীয় বিশ্ব যুদ্ধের চেয়েও বেশী


রক্ত  জমাট বাঁধা জোকের মতো
উষ্ণতা হারিয়েছে শরীর
সকালের রোদে শিশিরে ভেজা পাতায়
পড়ে আছে  স্বপ্নের বৃদ্ধ শরীর