কথাছিল মুক্ত থাকব আযৌবন
বাজির ঘোড়া দৌড়াবে দিগন্ত পেড়িয়ে
অসীম অাকাশে উড়বে অমরত্বের ফানুস
নারী ও অর্থের কারাগারে বন্দী হবে না অযুত স্বপ্নের শাবক।


কথাতো থাকেই, ঈশ্বরের রচনায় অথর্ব হয় যৌবন বীর্য,
মাত্র কামের চালেই মাত হয়ে যায়
আস্তিক নাস্তিকের খেল,
এখন আমি কর্তব্যরত গৃহবন্দী , ভিতরে ঈশ্বরে অশেষ বিশ্বাস,
হোক সে অসমান অলৌকিক।


মানুষ ভৃত্য তার নিজের লাশ বয়ে বেড়ায়
যখন আশার ভেলায় কর্তব্য আর পিছুটান এসে ভিড় করে,
আর জাগতিক ভাড়ে জীবন ক্রমশ ডুবে যেতে থাকে।


তারপরেও জীবনের সময় এগিয়ে যায়,
পিছে পড়ে থাকে স্বপ্ন স্বাধ আর আকাশ ছোঁয়ার অদম্য বাসনা।