একটি সহজাত তাবিজ হারিয়ে ফেলেছি
তার ভিতরে গোপনে ছিল এক ছদ্মনাম,
যে নামেই খুঁজে পেতাম সুখের ঠিকানার প্রাপক।
যে তাবিজ হারিয়ে ফেলেছি তার ভেতরে
আঁকা ছিল স্বপ্নের দেশের ম্যাপ,
ভ্রমন বিলাসী মন নির্ভুল ভ্রমণে খুঁজে পেত
স্বর্গের সকাল।
সে রংচা তাবিজে সুতায় মোড়ানো ছিল
অসুখের ভ্যাকসিন। দুঃখ বিষাদে এতটুকু টলতোনা
এ অশরীরী নড়বড়ে মন।
সে অলৌকিক তাবিজে বাঁধা যেত সময়,
দুর্নিবার প্রবাহিত স্রোতে থেমে যেত
অনাকাঙ্ক্ষিত জলোচ্ছ্বাস।
সে তাবিজের ইশারায় আলোরা জোনাকি হত,  
ফুলেরা প্রজাপতি হয়ে মেলতো ডানা,
বৃষ্টিরা ঘুঙুর হত, আর পাখি হতো প্রনয়ের পতাকা।
সে তাবিজ স্পর্শে নিমেষেই অদৃশ্য
হতাম, নিজের খেয়ালে নিতাম ইচ্ছামৃত্যু।
পুনর্জন্মে যা খুশি তাই হতাম,
কখনো শিল্পী, কখনো কবি,
কখনোবা ভবঘুরে কাঙাল।


আমার সে সহজাত তাবিজটা হারিয়ে গেছে।



৬ মে ২০২১