১.
আগুনে জ্বলসে যাক অঙ্গে জমানো সোঁদা মাটি,
এসো মরে যাই উত্তপ্ত রোদ্দুরে;
গোপন কলসের জল পুড়ে কুয়াশা হোক
প্রেমপত্র হয়ে মিশে যাক শরীরে শরীরে।


২.
দুপয়সার জোৎস্না ধার করে হয়েছি
আলোর ফেরিওয়ালা;
ঘুরি পথে পথে, মিছে দুধের লোভে
আত্মীয় করি গোয়ালা।


৩.
গোপনে আলোর শূন্যতা আগলে রেখে
অপেক্ষা করি নিঃসঙ্গ রাতের,
সুখ খুঁজে পাই না, মেয়াদী মৃত্যুতে  
রাস্তা খুঁজি অচেনা পথের।


৪.
সময়ের সমুদ্দুরে ডোবে নৌকা ডোবে মাঝি
বোঝাই করে কী হবে অমূলক কারবারি।
আমি দাবি করি আমার নাও, দাঁড়টানে দেখি
কায়াহীন কান্ডারি।


৫.
মহাশূন্যে মিশে যাক এ হাড়ের বিন্যাস
ফুলের রেণুতে বেঁচে থাকবো আমি,
বিশ্বাসে বিষ ঢেলে কার্বন লিখে রাখুক মহাকাল,
আমিও কারও অসুখের আসামি।



২৫ সেপ্টেম্বর ২০২১