নিয়ম ভেঙে ভেঙে দাগ লাগা চাবুকের মতো
থেতলে চামড়ার সমাজকে নিয়ম মাফিক
কিছু প্যারাসিটামল দিয়ে উষ্ণতার আরোগ্য
বিধান দিতে হয়।
প্রকৃত মৌলিকত্বতো কিছুই নেই কেবল
মৌলিক পরমানু ছাড়া, গাল ভর্তি  নীতির
তলে স্বার্থের সুয়েজ খাল।
বৈরী বিধির তারকাঁটার মধ্যে থেকে দেখি,
সভ্যতার তোলানো ঘোড়া বাজীর দৌড়ে
চ্যাম্পিয়ন হয়, নিরীহ গাধার পেটে বাড়ে
দাপুটে সিংহের শাবক।


কেউ কেউ অশোক হতে চেয়ে হয়ে গেছে
অশ্বত্থ, আমি পাথরের মতো স্থির চোখে
চলমান স্ক্রিন দেখে ভাবছি কী গতিময় জীবন!



২২ জুলাই ২০২১