এই অবিরাম বর্ষণ যেন আমার মৃত্যুর
পরের ঘটনা। অনুঢ়া দিন রাত্রির স্তর বিন্যাস
যেন অতীত কালক্ষেপণ।
কী এক দুর্যোগ মাথার চারপাশে ঘুরে ঘুরে
চিন্তার সিঁড়ি বেয়ে বেড়ায় চেতনার মন্দির।
কবোষ্ণ শরীরের চুম্বকে ভেঙে যায় মানুষ এবং মনের সরল সম্পর্ক।



প্রজাপতি ভালোবাসি বলে, ফুলের চারপাশে
কেটে গেল আধেক জীবন,
আর আধেক রোদ জলে মিশে গেছে।
আলোতেও মুছে যায় দাগ, যেখানে আলো সেটুকুই দাগহীন।
বিষাদের মেঘগুলো কেটে গেলে আবারও
হয়তো নিঃসঙ্গ হয়ে যাবো!
এই ভালোবাসা বাসি অপেক্ষায় থাকে না অচেনা পথেই খুঁজে নেয় নতুন জীবন।




১০.১২.২০২২