যত‌ই রোগভোগে মরি হাসিমুখেই চলে যাব
এ সহজ সজল পৃথিবী ছেড়ে,
যত‌ই দুর্ভোগ আসুক এ শীর্ণ বুক পেতে দেব
অনায়াসে,
শোক পাথরের সমাধি করে
স্মিত হাস্যে পার করে দেব এ পরাণ আমার।


বেদনার সুতো জুড়ে জুড়ে বানিয়েছি এক গহন বেহালা , যে বেদনাই আসুক
সব মিলে মিশে কী এক আনন্দ গান গায়।


জলের গায়ে জলের ফোঁটায় কী আসে যায়!


৩০ জুলাই ২১