ফিরেছি চন্দ্র ভ্রমন শেষে
চন্দ্রকলার গোপন সৌষ্ঠব জেনে হয়েছি ধ্যানী
কবি ও মাতাল,
আনন্দ অঙ্কের শেষ প্রান্তে বীজের মতো ফোটে বিরহের ম্রিয়মান সুর, শরতের ঈষদুষ্ণ বাতাস যেন সে প্রেমবিরহের অনন্য মোহনা।
কামনার জল জমে জমে মেঘ হলেও প্লাবন
নেই সে মেঘে, নেই জলের আহবান।
শুভ্র আলোরণ আছে, আছে প্রগাঢ় জোৎস্নার অধিবাস। চন্দ্র প্রেমে বিষাদ নেই, নেই বাসনার  মারন মাদক। সুগন্ধ বিলাসী ফুলবাগানে দুচোখে কেবল মোহময় মুগ্ধতার প্রজাপতি।
সুবর্ণ মায়াহরিণীর লাস্যময়ী চোখের মতো রুপালি জোৎস্নায় আহত হতে হতে ভুলে যাই
গুহাবাসের যন্ত্রমানব সময়  আর আদিবাসী জোনাকির শরীর।



১৫ আগস্ট ২০২১