আমি জল দেখলেই দ্রবীভূত হয়ে যাই
আগুনের আহ্লাদে পুড়ে যায় রোদ্দুর, শিশুকাল
আঁকড়ে থাকে প্রকৃতির
আলোছায়া, আমার শরীরে বাড়ে সময়ের
পোড়া দাগ, আর অবেলার মোহমায়া।


আমি ছলনার মালা গেঁথে গেঁথে পোহাই
রাতের আলবেলা, আঁধারে বাসা বাঁধে অলক্ষণ
আলেয়ারা, জলের অন্তরঙ্গে বিরহের
আনাগোনা, উজান বুকে বেমানান ঢেউ
কায়ার অন্দরে টের পাই বায়বীয় তাড়না।


আমি ছুঁয়ে ফেলি অবারিত অসুখের নদী
মরে যায় প্রনয়ের খাদ, জলজ প্রাণে জ্বলে
দুঃস্বপ্নের দাবানল, অবহেলার গড়লে গলে
সঞ্চিত সোনা, কোলাহলে কান পেতে শুনি
আমার অসুখ আসলে আদিম মাটিতে বোনা।


১২ সেপ্টেম্বর ২০২১