মাদকাসক্ত গাছ গুলো হালকা বাতাসে হেলতে দুলতে থাকে, বাতাস থেমে গেলে বিরক্ত লাগে
গাছে যখন পাখিরা বসে মাথা আছরায় তখন গাছের মধ্যে প্রেম বাসা বাঁধে, শাখায় শাখায় অনুভব করে কাম।
হঠাৎ জোড় বেঁধে উড়ে যায় পাখি। তখন আবার নেশা ভর করে, খুঁজতে থাকে বাতাস।


হারতে হারতে জিতে যায় সন্ধ্যা বা বিকেলগুলো। সন্ধ্যার সাথে মালা বদলের আশায় বসে থাকে রাত। নিস্তব্ধ নিথর পুকুরগুলো রং বদলায় আলোর বিবর্তনে।
আলো আলো খেলা ভেতরে বেদনা জাগায়, ভয় অসঙ্কোচ মুখোমুখি হলে খোঁজে আঁধার।
আঁধারে টের পায় আলোর অবসিত রমন।



২৫ মে ২০২১