কুমারীত্ব ফুরিয়ে যাওয়া ঘাসের ঘ্রান
এখন‌ও মায়াময়।
অনুর্বর অনুরোধে ডুব দিলাম, ঝিনুক
মুক্তোয় অসুখ করেছে।


হাটুরে মালিশে খুঁজে ফিরি হাওয়ায় উড়ে   যাওয়া যৌবন।
হারিয়ে গেছে সাথের পাখি, গাছ, নৌকা, নদী
ক্ষয়ে যাওয়া মাটি মুছে ফেলে প্রমোদের
কংকাল।


কাঁটাতারে বেঁধে ফেলি হৃদয় জোড়ার রশি
বড়শির আর দোষ কী, আমিতো ক্ষুধার্ত একাকী।


তুমি নাভিতে সুগন্ধি মেখে রেখ, আমি বাহানায়
বৈমানিক হলেও পেশায় আদিম
শ্রমিক খনির।


১৪ ফেব্রুয়ারি ২০২২