কারাগারেই আজ বেশি নিরাপদ বোধ করি
বাইরে কেবল অযাচিত অনুজীব পরজীব ক্যাকটাস নারকীয় পশু মনুষ্যত্বহীন মানুষ
বাইরে কেবল আবর্জনার জঞ্জাল দূষিত বাতাস
খুব বেশি অন্যায় হিংসা শোক অসহায় আত্মিক অসুখ।
কারাগারেই বড্ড ভাল আছি; ভয় নেই অক্ষম আত্ম সমর্পনের, ভয় নেই অনাহুত আক্রমণের,
ভয় নেই স্বার্থ শোষনের।
কারাগারেই নিবিড় প্রশান্তি, আভ্যন্তরিন পশুরা কেমন ক্রমশ মরে যায়, শারীরিক দম্ভ বিমলিন হয়, থেমে যায় ভেতরের খুন।
সুখ স্মৃতি, পরাবাস্তব স্বর্গ,  নিরালোক ধ্যানে
কারাগারই হয়ে ওঠে জাগতিক মোহমুক্তির
আশ্রম।


২৯.০৭.২০২০