সব সত্য সত্য নয়, অথবা কোন কোন সত্য চাপা পড়ে সময়ের ঘূর্নী ঘেরাটোপে,
কার কী কে কাকে খুন করল, কার কিশোরী মেয়েকে পটিয়ে জঙ্গলে শোয়ালো, কার ঘর ভাঙল, কে জিতলো নোবেল কিংবা অস্কার।


দিন রাত অবিরাম মরছে মানুষ, বার্ধক্য, অসুখ অথবা রাস্তায় পিশে মরছে মানুষ,
কেউ ডুবিয়ে মারছে, কেউ ঘরে দিচ্ছে বালিশ চাপা।
সুইসাইড করে কেউ কেউ পালাচ্ছে, কেউ আবার ঝুলে আছে স্বর্গ নরকের দ্বন্দ্বে।


সময় স্রোত সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে বিবর্তনের মহাস্রোতে, অবিনাশ শুধু ভাঙন।
কী আসল কী সত্য সাক্ষ্যের অভাবে অপ্রকাশিত রবে অনন্তকাল।


১০ মে ২০২১