খেলোয়াড় হিসেবে আমি সবখেলাই প্রায় আনাড়ি।
ডিফেন্সিভ খেলতে খেলতে কেটে যায় বিজয়ের নেশা।
একসময় নিজেকে পরাজিত ভেবে ভেবে গুটিয়ে ফেলি সমস্ত খেলনা, এড়িয়ে চলি ময়দান আর লুকিয়ে ফেলি সময়।
তবুও খেলতে হয়, জীবন‌টাইতো একটা লাইফ লং খেলা।
তবে এখন খেলায় আর হিসেব থাকে না
কোন খেলা‌ই আর সিরিয়াসলি খেলি না,
এভাবে বেহিসেবি খেলতে খেলতেও
দু একবার জয়ের দেখা মেলে, তখন লাভ একটাই জয়ের আর লোভ হয় না।