এসো ঘর বাঁধি দুজনায়
যেখানে আকাশ হাসে আঙিনায়
যেখানে মেঘে মেঘ চুমু খায়
দূর নীলিমায়।


এসো ঘর বাঁধি দুজনায়
যেখানে পাখিরা বাসা বাঁধে শ্যামলিমায়
যেখানে আঁচল বিছায়েছে বাউল
নিবিড় ছায়ায়।


এসো বাঁধি ঘর দুজনায়
যেখানে জানালায় নদী দেখা যায়
যেখানে স্রোতঃস্বতীর বুকে সুর ভেসে যায়
মাটির মায়ায়।


৭ জুলাই ২০১৮