নিঃসঙ্গতায় নগ্ন হ‌ও, দেখ, সুন্দর ফুল কেমন
ফোটে। বৃষ্টির স্বচ্ছ জলের মতো বেদনাকে
নামিয়ে দাও চেতনার  চাঁদোয়া থেকে।


বর্ষায় শাদা শাদা ফুলগুলো ভিজে ভিজে
যেমন ধুয়ে ফেলে কলঙ্ক, নাপাওয়া অসুখ,
তেমন বিশুদ্ধ হ‌ও ডুব দিয়ে নিঃসঙ্গতার মৌন
জলে।
দেখ, প্রেম কতটা নিবিড়তায় গাঢ় হয়
হৃদয় হ্রদে আপন আয়নার ছবিতে দেখ
কত হিরে মুক্তো ভাসে।
নিজেকে ভাসিয়ে দাও সে মোহহীন মোহন জলে।
বিরহানন্দের মিশ্রনে তৈরি হোক মহামাদক,
রক্তকোষের জলে বাজুক আনন্দ কীর্তন।


নিঃসঙ্গ হ‌ও, নিজের নিকটে আসো,
আত্মরতিতেই আসল সুখ।
এখানে ভ্রমন আছে, রমন আছে, আছে
হারিয়ে যাওয়ার সুখ।
চেনা চেতনার উপরে আরেক আকাশ আছে,
যেখানে পাখা ছাড়াও ওড়া যায়,
ভাসা যায় জল ছাড়া, ভ্রমন যেখানে বিনামূল্যে, যেখানে বিনা আয়াসে আবিষ্কার করা যায় স্বর্গের নদী, পরশপাথর, সুখ পাখির নীড়।


নিজের নিকটে আসো, আপন আলোয়
উদ্ভাসিত হোক, আত্মার আদিম স্বর্গ।



২০ জুন ২০২১