রাতের রক্তচাপে ভেতরে অনুভূতিগুলো বেলুনের মতো ফুলতে থাকে, আমার অস্তিত্বকে পাড়াতে থাকে আমার পরিচিত
অনাবাদি অসুর।
আহুত সাপের দংশনে শরীরের শিরার শিরায় টের পাই বিষাদের বিদ্যুৎ। তন্ত্রমন্ত্রে অক্ষম আমি, ছাই চাপা দিয়ে ঢেকে রাখি আধ পোড়া আগুন।
বহিমিয়ান নৌকায় ডুবতে ডুবতেও ভেসে উঠি মুখ আটকানো বোতলের মতো, নিজেকে তখন লাশ লাশ লাগে; কল্পনায় জেঁকে বসে পাথরের ফুল।
অন্তর সমুদ্র মন্থনে উগরে ওঠে অতীতের গাঁজানো ফেনা আর আক্ষেপের গলন।
জলের বেশে ভেতরে প্রবেশ করে মারন মদিরা, ঢেউয়ে ঢেউয়ে দেখায় না পাওয়ার
বায়োস্কোপ।


২৮ সেপ্টেম্বর ২০২১