ভুল নদীতে যৌবন ধুয়ে যায়, একাকী রাত
কার‌ও কাছে হয়ে ওঠে পাখি,‌ পলাতক জোৎস্না ফিরে আসে আঙিনায়
আমি আঁধারে হাতড়াই স্বপ্নের সাঁঝবাতি।


মনের মধ্যে বৃক্ষ জন্মাই, সযতনে বড় করি সবুজ পাতা, আদর করি নরম শরীর কিন্তু সে ফল ফুল ফোটায় না, বন্ধ্যা বৃক্ষ ফল ফুলহীন বেঁচে থাকে দীর্ঘকাল।
অনুর্বরে পচে যাচ্ছে শরীর, শুদ্ধ চেতনা অযত্নে গড়ে তোলা কাব্যের খামার।


সঞ্চিত বিরহে উপচে পড়ে ঢেউ, চেনা অচেনা
অন্ধকার ধাক্কায় অন্দর মহলের নড়বড়ে দরজা, শোক পাথরে নকশা আঁকব এমন শিল্পী আমিতো ন‌ই, শুধু রং বেরঙে আলোছায়া মেখে কুড়াই সময়ের ফেলে দেয়া
ফুল।
আমিতো নদী পাহাড় বয়ে বেড়ানোর বোঝা কিভাবে আগাই, চুপ থাকি শীতের গাছের মতো, পাখি আসে যায়, রোদের আলোছায়ায়
উষ্ণতা আটকে রাখি অচেনা অলিন্দে।


আমি  হারিয়ে যাই ভুল আঁধারে, আলো ফুটবে বলে চোখ বাঁচিয়ে রাখি, আমি প্রতিক্ষা
প্রত্যাশার বিপক্ষে, গোপনে চোখের কেবল
আলো দেখার শখ।



১৪ সেপ্টেম্বর ২০২১