মৃত্যুকে আমি ডরাই না
ডড়াই কাল সাপ (যে মারতে জানে)
কর্ম ফলে ডর নেই মোর
ডরাই মারন পাপ।


দেহের মরণে ভয় নাই আমার
ভয় মরার মন্ত্রনায়
শোকতাপে ভীতু নই আমি
ভয় মনের যন্ত্রনায়।


মরন নাকি শ্যামের সমান
না ডাকিলেও আসে,
গোপনে প্রাণ  হরন করে
জীবন কাড়িয়া হাসে।


সে নিঠুর অনিবার
তাই আজন্ম অপেক্ষায় রই,
গোপন অভিসারের প্রস্তুতিতে
সমস্ত ব্যথা বেদনা সই।


০৬.১২.১৯