কাঁচের কঙ্কালে ঝোলে মৃত্যুর পরমায়ু
ছাইহীন পুড়ে যাওয়া হৃদয়ের বুদবুদ সাক্ষীদেয় নগরের জলসায় নাচতে ছিল
নরকের হূরপরী।


বুকের বিদ্যুতে জ্বলতে থাকে রমনরত
কামিনীর বাল্ব, ফাঁকাওয়াজ গুলির শব্দ
কেঁপে ওঠে পুরোনো শ্মশান।
চাঁদের শরীর নাচলে জলোচ্ছ্বাস আটকে রাখে
সে কোন নদীর সন্তান!



২২.০৩.২২