১.


সুন্দরের কাছে কখনো আত্মসমর্পণ করি নি
ভয় নয়, লোভ থেকেই ডিঙ্গোইনি এ অসার উৎসব।


বোধহীন সঙ্গীতে সঙ্গম বেদনার সুর, পৈচাশিক বমিতে রক্তাক্ত পোয়াতির অন্তঃপুর।


চেনাজানা মাতালের বোহেমিয়ান আয়নাতে সংসারের ছলাকলা বন্দী দেখে ফিরে যাই
পরিযায়ী পাখির মিছিলে।


২.


চিত্রনাট্য বদলে ফেলি, দেখি খাপখায় কিনা
প্রতিবেশ
আলো নিভিয়ে দিয়ে দেখি কখন ফোঁটে সকাল।


পড়ন্ত বিকেলেও মোমবাতি লাগে, আমার
ঘরে যে বড্ড আঁধার।


ভালোবাসা ছাইহোক আমি ময়লা রঙা একাকীত্ব নিয়ে ঘর ছেড়ে উজানে দেব সুযোগ সাতার।


চলে যাবার গান গাইতে বলে
পোড়া পোড়া অসুখ এনে ডাকতে থাকি শেষ ট্রেনের ড্রাইভার।


০৩ নভেম্বর ২০২১