সবটাই বিষ, মধু ভেবে মুখ লাগালে
তলানিতে তেতো বিস্বাদ, হয় বদ হজম।
আমোদে যাই মুখে দেই সব‌ই বিষ হয়ে যায়
ডাকে মরন, মরে যা‌ই বারবার।
মধু বা মহূয়ার বা কি দোষ
আদতে মুখ‌ই মূল আসামি;
জিহ্বায় স্বাদের বিভেদ নেই মোটেই
ক্ষত স্থানে লবন লাগলে কেবল পোড়ায়।


২৪.০৮.২০২০