পাথরের মতো মায়াহীনতায় ক্ষয়ে ক্ষয়ে যায় প্রেম
উর্বর জলজ মাটি সয়ে নেয় জন্ম দানের কষ্ট
আর বৃক্ষের ভার।
ভাসমান চেতনা যেমন শূন্যে সাঁতার কাটে,  শরীরকেও ভাসিয়ে দেই বাতাসে, হাল্কা হয়ে যায়
শারীরিক আমিত্ব।
কেবল পুরানো পাথরে ঘসে ঘসে আগুন জ্বালানো,
যদিও পীড়নের নেশায় টানে এ আগুন।
কৃষক সুখে আবাদে মন দিয়ে দেখেছি,
খিলখিল হেসে ওঠে প্রকৃতি। ফুলে ও ফসলে যতটা প্রাপ্তি বকেয়া নিয়ে যায় কালো বাজার।


মনের মৌলিক চৌম্বকত্ব হারিয়েছি অনেক
আগেই, তাই টের পাইনা কামুক টান।
দেহের স্রোতে ভাটার ঢেউ, বৃষ্টি গুনে গুনে
ভালোবেসে ফেলি কাঁদা জল, ছাইপাশের
আবেশে যতটুকু রং তা দিয়েই আঁকি বর্তমান ঘর।


১৫ অক্টোবর ২০২১