কাব্যরা ঘুমায়
সভ্যতার নরম বিছানা,
কবি চোখের জানালায়
দেখে রাত দিনের মিলন।
কব্যের জগতে কবিদের
প্রবেশ নিষিদ্ধ করেছে যন্ত্র,
কাব্য রসদ আটকা পড়েছে
অদৃশ্য শেকলে।


কবি তাই জানলা খোঁজে
বদ্ধ ঘরের।