দরজায় কড়া নেড়ো না
যেনো আমি ভেতরেই আছি।
সূর্য প্রতারক বলে
নিষিদ্ধ করেছি লোভাতুর আলো;
আধাঁরকে ভালোবেসে দেখছি
প্রেম কেবল সেই জানে-
বিষাদ অসুখ শুষে নেয়
ভেতরে জন্মায় বিমূর্ত সুখ।