১.
জানি আমারও মৃত্যু হবে
রবে না, এ সবুজ শ্যামল মাঠ
সোনার ধানের গায়ে বাতাসের হিল্লোল,
ধ্রুব তারাও জাগবে না অার
আঁধার আকাশের কপোলে


চির পরিচিত চুম্বন অনিমিষে মিলায়ে যায়
সময়ের নৌকা কেবল বয়ে চলে
এক অজানা গন্তব্যে;
সাত সমুদ্র তের নদী পেড়িয়ে


২.
অমল আলোয় কি লাভ
অাধাঁর যখন বাসা বাঁধে চোখের তারায়,
হৃদয় হ্রদে স্থির অসম বোধের কালো ঘোলা জল


অাকাঙ্ক্ষার  গরাদে বন্দী যখন
চেতনার অবশ শরীর
তখন প্রহরে প্রহরে কামনার দিকভ্রান্ত ভ্রমন
গড়ে তোলে অসুখের অনড় পাহাড়
অার আগন্তুক আমি দাবি করি
কৃষ্ণ পক্ষের রাত আমার না,
আমার আদিম স্বপ্ন অনুর্বর সমতলে
ফলায় অযুত সোনার ফসল