অসময় মানুষকে তাড়া করে অব্যর্থ তীরের মতো
অদৃশ্য তীরন্দাজের যেন শিকার তাক করা ধনুর্বান
এটাইতো ঈশ্বর; সুসময়ও ভেসে আসে ছন্নছাড়া পানার মতো
যদি ভেলার মতো জীবন ভেসে থাকে জলে
রং রং করে জীবনের গোড়াপত্তন হয়, হয় বৃত্তারম্ভ
সে রং এক সময় ঘোলা হয়ে যায় কালের রোদ জলের ঘূর্ননে
মাটি আর সোনায় আজ বড় ব্যবধান
সময় অসময় একেই বলে, মিথ্যে বাকি সব প্রথার প্রবাদ


কবি বলেছেন নুড়িরও জীবন আছে, আছে নাকি!
আছে কি মোহ মায়া? জীবনের মোহনায় দেখি
মানুষের আছে কেবল মায়া মোহ, জীবন দেখি না।