সিদ্ধার্থের মতো ধ্যান করেও শিখতে পারলাম না
কুকুরের মতো ভালোবাসা,
শিখতে পারলাম না স্থানীয় আধিপত্য,
এমনকি আত্মরক্ষাও।
কুকুরের মতো হতে ইচ্ছে করে,
কী রকম প্রভুভক্ত!
আমিতো প্রভুই খুঁজে পাই না,
কুকুরের মতো প্রেমিক হতে ইচ্ছে করে,
ইচ্ছে করে ঘরদোর ছেড়ে প্রেমিকা নিয়ে
ঘুরে বেড়াই, যেন নাবালক প্রেম।


জীবনে কী আছে মানুষ কিংবা অন্য পশু বা
পাখিদের, জৈবিক মোহ ছাড়া।
আত্ম আনন্দ খুঁজে চলেছি আকৈশর,
তা কেবল ফুয়েলহীন ট্রলারের মতো লেগেছে,
পেশী শক্তির জোর নেই বলে স্রোত ও হাওয়ার
উপর ভর করে করে যতটা এগোয় নদী।


পশু পাখিদের জীবন কী অনাবিল সুন্দর,
লোভ কেবল সুখের, নেই অযাচিত অভিশাপ।
কুকুরের জীবন‌ই ঢের ভালো গৃহ হোক আর
অনিকেত, সব সময়ই কেবল সন্যাস জীবন,
পিছুটান যা তার উপর ক্ষোভ নেই।


১৫ জুন ২০২১