খেলা খেলা ছলনায় হেরে যায় ফলন্ত জীবন,
আমি অন্ধ চোখে নিষ্প্রাণ মুখোশে খুঁজতে থাকি
ব্যর্থ জীবনের কাঁকর।


চলন্ত গাড়ি হয়ে চলতে থাকে জীবন, লোভের
লালায় ভাসমান আক্রান্ত জমালয়। ভাড়াটিয়া
ড্রাইভার আমি দেখি স্টেশন সংকট।


স্বপ্নশূণ্যতা দম আটকা ধোঁয়া হয়ে ভরে ফেলে
ভবিষ্যতের কিচেন। বুকের চুল্লিতে জ্বলে
বস্তাপঁচা বাস্তবের দৈনন্দিন তরকারি।


চায়ের কাপের বাষ্প উদ্বায়ু ভাবনা ছেয়ে যায় দুঃস্বপ্নের বলয়ে। দৃশ্যমান লাল নীল আলোরা   ডুব দেয় বর্ণ বিমুখ আঁধারে।


নিঃশব্দে ঘটে চতুর্থ বিশ্বযুদ্ধ, আয়না মানুষের
মারণ অস্ত্রে টুকরো টুকরো হতে থাকে আমার
হৃৎপিণ্ডের থলথলে মাংস।


১৮ নভেম্বর ২০২১