তোমার চুলে শিশির সিক্ত গোলাপ রেখে
হাসি মুখে প্রান দিয়েছিলাম
চোখের তারায় মহাকাশ দেখতে দেখতে
আমি হৃদয়ে স্বর্গ ছুঁয়েছিলাম।

তোমার রূপ সায়বে ডুব দিয়ে নিসর্গ থেকে  বৈকুন্ঠ পার হয়েছি অনিমেষে,
তোমার আলগোছ আচলের গন্ধে
জাতিস্মর হয়েছি সহস্র বার।


তোমার ভালবাসায় আমি বিহবল প্রজাপতি হয়েছি; অগ্নিকুন্ডে পুড়তে শিখেছি,
মোহের মোহনায় ডুবতে শিখেছি
শিখেছি জীবন অনিন্দ্য সুন্দর, দেখেছি প্রকৃতির প্রেম আরাধনা; সৃষ্টির অতল রূপ।


তোমার ভালবাসায় আমি প্রকৃতি থেকে
পুরুষ হয়েছি; হয়েছি মানুষ থেকে কবি।