আবার ফিরে যাব পূর্বজন্মে, ভাঙা নদী, আলপথ, রাখাল জীবন বড় আপন মনে হয়,
হেমন্তের মাঠে কুয়াশায় হারাবো
আলতো শীতের রোদে গা ধোব একাকী,
ঘুড়ি ওড়াতে মন চাইছে খুব
রঙীন ঘুড়ি, উড়বে ঘুরবে, ভয় থাকুক
সুতা কাটার।
আর কি আর নবান্ন হবে, মা চলে যাওয়ার পর কেউ আর ঘটা করে নবান্ন করে না
জমি নাই ধান নাই, বউরা আর লক্ষ্মী হয় না,
নাগিন বেশভূষায় এখন ঝোঁক তাদের।
ভো দৌড়ে মন টানে, কলার ভেলা
ছটরা গুলতি কত আপন ছিল, পূজায় বা মেলায় অবশ্য বন্দুক কিনতাম।
উৎসব এখন নিয়ম রক্ষা, খুব আদিম হতে
ইচ্ছে করে, খুব করে একদিন পালিয়ে যাব,
আপন কেউ নেই বলে ভালো আছি
কারও চোখের জলের কারন হবো না,
খুব করে এক দিন আগের মতো হয়ে যাব
ভাঙা নদী, আলপথ, রাখাল জীবন খুব আপন মনে হয়।


২১ অক্টোবর ‌‌২০