জপা মালার মতো মৃত্যুর দিন গুনি
মৃত্যু মৃত্যু ডাকতে ঠিক একদিন এসে পরে মৃত্যু। ঈশ্বরের অংশের ভাগিদার আর আমি থাকি না।
বিভ্রান্ত মানুষ মৃত্যুর বিভিন্ন নাম দেয়, বিভিন্ন নাম দেয় ঈশ্বরের‌ও। কি আসে যায় আজান বা ঘন্টার ধ্বনির একাত্মতায়। ভেতরের বৈরিতা যেখানে গড়ে তোলে মহাদুর্যোগ।


প্রেমকে কেউ কেউ মহান বলে, বলে স্বর্গীয়।আড়ালে আসলে প্রেমের‌ই অঢেল বদনাম।প্রেমে জড়তা বা বন্দীত্ব যতটুকু ততটুকুই সুখ,বাকিটা প্রাপ্তিহীন পিছুটান, বিভেদ ও ভাঙনের উৎসমূল ।
প্রেমে মুক্তির শ্লোগান নিছক মিথ্যা বিজ্ঞাপন,
সে ঈশ্বর হোক আর প্রকৃতি, কারও প্রেমেই মুক্তি নেই। ধ্বংস‌ই যেখানে সৃষ্টির মূল নিয়ামক। সেখানে প্রকৃতির কীর্তনেতো আসলে সংঘর্ষের সুর।



২৯ মে ২০২১