রুপোর থালায় চাঁদকে রেখে
নদীকে আমি সাতার শিখিয়েছি
বেতার ভায়োলিনে বেঁধেছি
ডুব সাতারের ঢেউ।


বসন্ত ভাঙছে দেহের বাড়ি ঘর
শূন্য জলে ভাসিয়ে সহজিয়া কলসি
কায়াহীন প্রেম পাখি হয়ে যায়,
কসমিক রমন ভাসে চৈত্রের
বিমূর্ত হাওয়ায়।
সোনালী রোদ লুটে নেয় শরীর,  
মাংস মজ্জায় টের পাই মুখরিত আলোর ঘর্ষণ
সবুজ পাতার চুম্বনে হেসে ওঠে,
মৃত আলোরা দুধেল জোৎস্না হয়ে
পূনর্বার জন্মায় ।


আমাকে গোপন করে আঁধার প্রেম
রমনে রমনে ভেঙে যায় লৌকিক বাসনা,
বেআব্রু ষোড়শী রমনী চাঁদ হয়ে জাগলে আমি ভেসে যাই স্বর্গের সমুদ্রে।


২৬.০৩.২২