এলোমেলো ভেজা চুলে এসো
দেখ কতটা উষ্ণ হয়
আদ্রতায় কাতর মরু মাটি
তুমিতো বর্ষা আমার
ভিজিয়ে দাও যতটা কিনার।


কাজল চোখের মেঘ নিয়ে এসো
ওষ্ঠ অধরে বিজলি চমকাক
দেখি না, জলে কেমন আগুন জ্বলে


প্লাবন আসুক সপ্ত সমুদ্রে
জলোচ্ছ্বাসে ভেসে যাক দুর্মদ কামনার  জঞ্জাল
অসংবৃত প্রনয়ে গলে পড়ুক রক্ত-মাংস
অবলীলায় স্বর্গ নেমে আসবে বৃষ্টির মতো
মহুয়া মদির মৃত্তিকায়।


০৪.০৬.১৮