বীরের মতো জিতে নিয়ছি বিরহ
কষ্টগুলো কন্ঠ অবধি ভরে থাকে বুক উথলিয়ে।


কোমল হৃদয়ে প্রেম বাঁধতে পারে সুবর্ন সময়
কিন্তু সে বাঁধন বড় আলগা, সময়ের করাল গ্রাসে তা ছিঁড়ে যায়,
নরম স্বভাবে নষ্ট হয় নিঠুর প্রেম।


প্রকৃতির কোঠরে সাম্যবাদে অবিশ্বাস
তাই দৃঢ় বন্ধনে নিরন্তর বৈরিতা,
হয়তো আরো রূঢ় হতে হয় রুখতে ভাঙন!


১০.০১.২১