মিথ্যা মৃত্যুর দেহ এইমাত্র দায়সারা ভাবে
সৎকার করলাম। মৃত্যুঞ্জয়ী বলে বরাবরই বড়াই ছিল, দম্ভে নিভে যেত অভিশাপ।
চারিদিকে মরা পোড়ার ছাই দেখে দেখে
এখন মৃত্যুর তৃষ্ণায় শুকিয়ে আসে গলা ।


রাতকে খুন করবো বলে যৌবনের ক্ষুরে ধার দিয়ে রাখি, প্রতিশোধের চাদরে ঢেকে নেই
কামকাতর দন্ড, স্মৃতির বোতলে ভরে নেই নিষিদ্ধ প্রেম।
পথে ফোটে চাঁদ, চাঁদের বেলাজ শরীর
আমাকে বিপথে নিয়ে যায়।


এক সময় শরীরপোড়া গন্ধে নেশা ধরে যায়
চেতনার চাতাল জুড়ে ঝুলে থাকে দুধে আলতা
যুবতী কদবেল। নিশ্ছিদ্র ফাটলে ছোটে
রক্তের জোয়ার।
চন্ডাল জীবনে প্রেম কেবল দেহে, মন্দিরের ঘন্টায় কাটে কাল।


শ্মশানচারী এক বুদ্ধের নিকট দীক্ষা নিতে গিয়ে
দেখি, জীবন থেকে মৃত্যু নয়, জীবন আসে  
মৃত্যু থেকে। দেহে নয় জীবন মৃত্যু খেলা করে
চেতনার দরজায়।
চোখ মেলে দেখি আমার শরীর বয়ে নিয়ে চলে
দোপায়া খাটিয়া।



১৬ নভেম্বর ২০২১