মনের সাথে মিলালে এখন বিষন্ন শরৎ
মৌন দূর্বা ঘাসে সূর্যের কিরণের মতো সুখের
স্বাদ পরশ দিয়ে যায়,
কুমারী জোৎস্নার শরীরে বাড়ে মেদ।


হৃদয়ের বনবিথীকায় আলোছায়ার লুকোচুরি
দেখে দেখে মৌন হাসে প্রবীণ বৃক্ষরা, পথে পথে
অপেক্ষায় থাকে ফুলের মিছিল, নিঃসঙ্গ জল
শরীর ধোয় জোৎস্নায়।
আকাশ মেঘ নিয়ে খেলেছে সারাদিন,
রাতে বসেছে তারার গুটি নিয়ে, তারারা
আলো আলো উৎসব করে, আকাশের ঘুম
পেলে থেমে যায় খেলা।


এই শরতের কোলজুড়ে আসে স্বর্গের রাজকন্যা,
কার‌ও কার‌ও কাছে দেবী।
স্বপ্নের প্রদীপ আবার জ্বালায় প্রতীক্ষায়
থাকা পুরোহিত, সাধনার ধূপে দেয় আহুতির
আহার। সুগন্ধী ধোঁয়ায় ভরে যায় শরীর
মন্দিরের অন্দরঘর।



১৪ অক্টোবর ২০২১