মেনোপজের ভয় দেখাচ্ছো, অনুর্বর হবো বলে
অভিশাপ দিচ্ছো, জমির আলপথে লিখে রাখছো
সাবধান! সামনে অবারিত দুঃখ


সব‌ই অবাঞ্ছিত, আমি ফসলের লোভ ছেড়ে
দিয়েছি, জীবনের দাড়িপাল্লায় দুই দিকেই
ঝুলিয়ে দিয়েছি
অপ্রাপ্তি আর অসুখ।


চোখ বন্ধ করে যে দুনিয়া দেখছি তাতে ফুল নেই
ভেতরের শিরা উপশিরা নিঙড়িয়ে ততটুকু সুখ তাতে
বিষ ও মধু মিশিয়ে এক ধরনের পূজা,
আমি দেবতা আবার দানব হয়ে  ফিরে যাই
পূর্ব জন্মে বা পর জন্মে।


ঈশ্বর বা নিরীশ্বর কোন তত্ত্ব‌ই আর কাজ করে
না, নপুংশক সময় কেবল ধরনা দেয় ধরা মহারাজের ছিলিমে।


১০ ফেব্রুয়ারি ২০২২