.................................................................................
ভুল হয়ে গেছে সব
ফিরে যাওয়া হবে না, ফিরে আসবেও না যা গেছে
ফিরে চাওয়া, ফিরে পাওয়া হয় না কিছুই


দিন যাপন অনাগত দিনের অপ্রাপ্তির সঙ্গম প্রচেষ্টায়।
আজকের সময়ইতো আমার না
অন্য কারো দাসত্বে পার হয়ে যাচ্ছে গোটা জীবন,
ভয়ে ভয়ে হাঁটছি অন্ধকার অচেনা গলি পথ
জানি ঠিকানা ঠিক নেই, তবুও থামে কে।


সমুদ্র পাহাড় ই ভালো, রাত দিনের হিসাব রাখে না।