আজ আমি জীবনে চলার পথে
পিছিয়ে পরা এক পথিক ।
একটা সময় ছিল যখন ,
আমি এগিয়ে চলেছিলাম
আমার উজ্জ্বল ভবিষ্যতের দিকে ।
তোমার ভালবাসা ছিল আমার সাথে
পৃথিবীর সমস্ত সুখ যেন তখন আমার অধীনে।


হঠাৎ একদিন সব বদলে যেতে থাকলো
কিছুদিন পরেই তুমি অবশ্য বুঝিয়ে দিলে,
যে তোমার ভালোবাসা ছিল আসলে
এক স্বার্থান্বেষী ভালোবাসা ।
আমি কিন্তু নিঃস্বার্থ ভাবেই ভালোবেসেছিলাম তোমায় ।


এক নিমেষে কেড়ে নিলে আমার সমস্ত সুখ,
ছিন্নবিন্ন করে ফেললে আমার থেকে আমাকে ,
চুড়মাড় করে দিলে আমার সব স্বপ্নকে ।
এতে কিছু কী লাভ হয়েছে তোমার ?


এগোতে  গিয়েও বারবার পিছিয়ে পরেছি,
জরিয়েছি তোমার স্মৃতিতে , প্রতি পদক্ষেপে ।
আমি কোনদিনও তোমায় ভুলে পারিনি ,
তবে চেষ্টা করিনি তাও নয় , করেছি অনেকবার ।
কিন্তু ব্যর্থ হয়েছে চেষ্টা ।।


সত্যি করে বলতে পারো -
তুমি কি স্বার্থহীন ভাবে আমায় কখনও ভালোবাসোনি ?
তোমার ভালোবাসায় কি বিন্দুমাত্র সত্যতা ছিলোনা ?


এসবের উত্তর আমি জানি না ,
চাইছিও না আর জানতে ।
চাইছি শুধু মুক্তি ,
শুধু মুক্তি তোমার ভালোবাসা থেকে ।


এগোতে চাই ,
হয়ে থাকতে চাই না
আর পিছিয়ে পরা এক পথিক ।