আত্মতৃপ্তি-র  ব্যাখ্যাটা
প্রত্যেক মানুষের কাছে ভিন্ন স্বাদের ।
কারো কাছে বাড়ি-গাড়ি-ধন-দৌলত ,
কারো কাছে প্রেম-ভালোবাসা ,
আবার কারো কাছে ধর্মচারণ ।
তবে নিজেকে পরিতুষ্টি করাটা
কঠিন, আবার কঠিন নয়ও
চাহিদারা ডানা মেলে উরে যেতে চাইবে,
চাহিদার শেষ নেই , তারা অমর ।।
যদি মানব জীবন -
পূর্ণ রূপে অন্তর্দর্শন(introspection) সম্ভব
তাহলে আত্মতৃপ্তির অর্থ গুলো
অনেকটাই বদলে যেতে পারে ।
একবার চেষ্টা করেই দেখুন না হয়
কে জানে আপনার পৃথিবীটাও
পাল্টে যেতে পারে ।
শুরুটাই কঠিন ,বাকিটা সুখ ।।